সোমা লাহিড়ী
ধন ত্রয়োদশী তিথিটি অত্যন্ত শুভ। আশ্বিন বা কার্তিক মাসের (যে বছর যেমন পড়ে) কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিনটি সারা ভারতে ধনতেরস বা ধন ত্রয়োদশী হিসেবে পালিত হয়। অবাঙালিরা এই ত্রয়োদশীকে দেওয়ালির প্রথম দিন বা সূচনা পর্ব বলে মানেন। এই দিন বিশেষ কিছু নিয়ম মেনে চললে পরিবারের সবার কল্যাণ হয়, সংসারে সমৃদ্ধি আসে। কী সেই নিয়মনীতি? শাস্ত্র কী বিধান দিচ্ছে?