দ্য ওয়াল ব্যুরো: মাঝরাতে ফোন বেজে উঠেছিল হঠাৎই। ঘুমন্ত চোখে ফোন ধরেছিলেন মারিয়া কোরিনা মাচাদো (María Corina Machado)। ওপাশ থেকে নরম অথচ গম্ভীর কণ্ঠে শোনা গেল— “আমি ক্রিশ্চিয়ান বার্গ হার্পভিকেন বলছি, নরওয়ের নোবেস ইনস্টিটিউট থেকে। আপনাকে এটা জানাতে ফোন করেছি যে কয়েক মিনিটের মধ্যেই ঘোষণা করা হবে— আপনিই ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী।”
আশ্চর্য, অবিশ্বাস আর আবেগে কেঁপে উঠেছিল মাচাদোর গলা। “ওহ মাই গড,”— ধীরে ধীরে ফিসফিস করে বলেছিলেন তিনি। তারপর কিছু সময় যেন বোবা হয়ে গিয়েছিলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী এই ভেনেজুয়েলীয় গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী।
#REL