দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুর (Kharagpur) ২ নং ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসে যে ঘটনা ঘটেছে তাতে ব্যাপক অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের (TMC)। আর বিজেপি নতুন এক সুযোগ পেয়েছে রাজ্যের শাসক দলকে নিশানা করার। আসলে ওই অফিসের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে (Clash) জড়িয়েছিলেন তৃণমূলের দুই নেত্রী।
অভিযোগ, বিশেষ কিছু কাজ নিয়ে বিবাদের জেরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দে পঞ্চায়েত প্রধান দীপালি সিংহের উপর হামলা করেন। অফিসের ভেতরেই হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়। শুধু তাই নয়, তাঁকে জুতোপেটা করতে উদ্যত হন সুজাতা, মুখে কালিও মাখিয়ে দেন!