দ্য ওয়াল ব্যুরো: একের পর এক উৎসবে সেজে উঠেছে গোটা দেশ। এই সময়ে শুধু পোশাক নয়, সাজসজ্জার প্রতিটি দিকেই থাকে নতুনত্বের ছোঁয়া। এবার সেই উৎসবী সাজে পায়ের অলঙ্কারেও এসেছে নতুন আভিজাত্য। বাজারে এসেছে একাধিক আধুনিক ও অভিনব ডিজাইনের বিছিয়া, যা ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমী মহিলাদের মন জয় করেছে। সোনা, রুপো থেকে শুরু করে আধুনিক মেটাল— নানা উপকরণে তৈরি এই নতুন বিছিয়াগুলি ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মিশ্রণ ঘটাচ্ছে, যা এবারের উৎসবের সাজকে আরও উজ্জ্বল করে তুলবে।
ভারতীয় সংস্কৃতিতে বিছিয়ার ঐতিহ্য ও আধুনিকীকরণ