দ্য ওয়াল ব্যুরো: ভোটের প্রথম দফা (Elections) শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এর মধ্যেই বিহারে (Bihar) চাঞ্চল্য। পাঁচ ভোটার বেঁচে থাকলেও তাদের ভোটার তালিকায় মৃত (Voters' List) বলে দেখানো হয়েছে বলে অভিযোগ।
রাজ্যের পাঁচজন বাসিন্দা দেখেছেন ভোটার তালিকায় তাঁদের নামের পাশে লেখা ‘মৃত’ (Dead)! ঘটনাটি ঘটেছে ধোরাইয়া ব্লকের বাটসর গ্রামে।