দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গ থেকে একটু একটু করে বিদায় নিচ্ছে বৃষ্টি। আজ, শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও, অন্য কোনও সক্রিয় সিস্টেম না থাকায় বৃষ্টির প্রভাব অনেকটাই কমছে। আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, হালকা বৃষ্টি হলেও পরিমাণ কম থাকবে।
বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। দিন ও রাতের পারদ স্বাভাবিকের উপরে থাকবে। আর্দ্রতা বেশি থাকায় ঘেমেনেয়ে স্নান হওয়ার মতো অবস্থা হবে।
#REL