দ্য ওয়াল ব্যুরোঃ সম্প্রতি কলকাতায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর শহরের পুরনো বাড়িগুলিতে আতঙ্ক আরও বেড়েছে। বাংলাদেশে এই কম্পনে বহু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, সেই খবর এসে পৌঁছেছে এখানেও। আর এমন সময়েই আমরা গিয়ে পৌঁছলাম দুর্গা পিতুরি লেনে, যেখানে বহু বাড়ি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
#REL
সেখানে গিয়ে দেখা গেল, এই এলাকার বড় সমস্যার মূল কারণ শুধু ভূমিকম্প নয়, বরং মেট্রো রেলের কাজ। বাসিন্দাদের অভিযোগ, মেট্রোর টানেল তৈরির সময় তাঁদের বহু বাড়িতে বড় বড় ফাটল ধরেছে। এমনকী কয়েকটি বাড়ির অংশ ভেঙেও পড়েছে। এই ভাঙা অংশের মেরামতির কাজ এখনও চলছে।