দ্য ওয়াল ব্যুরো: অনুষ্ঠিত হয়ে গেল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (Filmfare Awards 2025), যেখানে বলিউডের একাধিক প্রজন্মের তারকাদের মিলন ঘটেছিল। কিংবদন্তী অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan) ও কাজল-এর (Kajol) মঞ্চে উপস্থিতি এক নস্ট্যালজিক মুহূর্ত (Filmfare performance) তৈরি করে। অন্যদিকে, সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পান্ডে-র পারফরম্যান্স ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা শাহরুখ খান দীর্ঘ ১৭ বছর পর এই অনুষ্ঠানের সঞ্চালকের আসনে ফেরেন, সঙ্গী ছিলেন পরিচালক করণ জোহর। শাহরুখ মানেই চমক, আর তা প্রমাণ করতে দেখা গেল একটি ভাইরাল ভিডিওতে।
#REL