দ্য ওয়াল ব্যুরো: মহিলা সাংবাদিকদের (Woman Journalist) বাদ দিয়ে সাংবাদিক সম্মেলন করার পর চাপে পড়ে অবশেষে পিছু হটলেন আফগান বিদেশমন্ত্রী (Afghan Foreign Minister) আমির খান মুত্তাকি। নয়া দিল্লিতে রবিবার আবার একটি সাংবাদিক বৈঠকের (Press Conference) ডাক দিয়েছেন তিনি। এবারে সেই বৈঠকে মহিলা সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
মুত্তাকি বর্তমানে এক সপ্তাহের সফরে ভারতে আছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি এক প্রেস ব্রিফিং করেন, যেখানে কোনও মহিলা সাংবাদিককে ডাকা হয়নি। ওই ঘটনা প্রকাশ্যে আসতেই সাংবাদিক মহল জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।