দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় আত্মপ্রকাশ করল ‘এমজি সিলেক্ট এক্সপেরিয়েন্স সেন্টার’ (MG SELECT Experience Centre)। নিউটাউনের রাজারহাটে উদ্বোধন হল শোরুমটির। পাওয়া যাবে গাড়ি ও সেই সংক্রান্ত একাধিক অত্যাধুনিক জিনিস।
‘Reimagining Luxury’ বা ‘বিলাসিতার নতুন কল্পনা’ এই ভাবনাতেই তৈরি হয়েছে এমজি সিলেক্টের। এখানে গাড়ি শুধু পরিবহণের মাধ্যম নয়, এক ধরনের শিল্পকর্ম। তাই গ্যালারির মতো শান্ত, প্রশস্ত ও সাদা রঙের আধারে সাজানো হয়েছে শোরুমটি, যেখানে প্রতিটি গাড়ি এক একটি আস্ত ভাস্কর্য।
#REL