দ্য ওয়াল ব্যুরো: কর্পোরেট জগত এই মুহূর্তে ওয়ার্ক ফ্রম হোম ছেড়ে পুরোদমে অফিসে ফেরার কড়াকড়ি জারি করে খবরের শিরোনাম দখল করেছে। বার্ন আউট বা নিত্যদিনের জাঁতাকলে পড়ে হাঁপিয়ে পড়া যখন ট্রেন্ডিং, ঠিক তখনই দিল্লির এক সংস্থা কর্মীদের জন্য তৈরি করল দৃষ্টান্ত।
নিজেদের কর্মীদের জন্য দীপাবলির সময় টানা ন’দিনের ছুটি ঘোষণা করেছে দিল্লির পিআর ফার্ম এলিট মার্ক (Elite Marque)। কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও রজত গ্রোভার কর্মীদের উদ্দেশে একটি ই-মেলে এই ঘোষণা করেন।
#REL