দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের (Bihar Election) আগে এনডিএ (NDA) শিবিরে আসন সমঝোতা অবশেষে চূড়ান্ত হল (NDA Seat Sharing)। রাজ্যের ২৪৩টি আসনের ভাগাভাগির ছবি প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বিহার প্রভাবশালী নেতা ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।
তাঁর এক্স (আগের টুইটার) পোস্টে তিনি জানান, বিজেপি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) জনতা দল (ইউনাইটেড), দুই দলই লড়বে ১০১টি করে আসনে।