দ্য ওয়াল ব্যুরো: মাথায় হাত! ২৬ ওভারে ১৩৬ তুলল ভারত (India)। অথচ অস্ট্রেলিয়ার (Australia) সামনে লক্ষ্য দাঁড়াল ১৩১। কিন্তু কী কারণে? রহস্য কোথায়? উত্তরটা এক লাইনে—ডাকওর্থ–লুইস–স্টার্ন (Duckworth–Lewis–Stern Method) পদ্ধতি। ‘মনমতো কাটছাঁট’ নয়; দু’দলের সমান ‘রিসোর্স’, মানে ওভার (Overs) ও উইকেট (Wickets)—নিশ্চিত করতে এই গাণিতিক সমন্বয়।
সহজ করে বলা যাক। ক্রিকেটে রান আসে এই দুই রিসোর্স খরচ করে। বৃষ্টি (Rain) এলে দু’দলের রিসোর্স সমান থাকে না। তখন ডিএলএস হিসেব করে, যত ওভার–উইকেট হাতে ছিল, তার তুলনায় কত রান ‘ন্যায্য’? তার একটা সমতুল্য স্কোর দাঁড় করানো হয়।