দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরে ডাক্তারি ছাত্রী নির্যাতন-কাণ্ডে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি (Major progress in Durgapur case)। শুক্রবার দুর্গাপুর মহকুমা উপ-সংশোধনাগারে সম্পন্ন হল টেস্ট আইডেন্টিফিকেশন (টিআই) প্যারেড। সেখানে ‘নির্যাতিতা’ তরুণী পাঁচ অভিযুক্তকে চিহ্নিত করেছেন বলে জেল সূত্রে খবর (Medical student identified five accused in jail)।
শুক্রবার দুপুর ১২টা নাগাদ ওই ছাত্রীকে কড়া নিরাপত্তায় জেলে নিয়ে যাওয়া হয়। উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী আধিকারিক (আইও) এবং অতিরিক্ত জেলা বিচারক রাজীব সরকার। বিচারকের তত্ত্বাবধানেই দেড় ঘণ্টা ধরে চলে টিআই প্যারেডের প্রক্রিয়া।