দ্য ওয়াল ব্যুরো: ভূতপেত্নির ভয় না থাকলেও অনেকেই কালীপুজোর আগের দিন, চতুর্দশীতে ১৪ শাক রান্না করেন। কিন্তু, কেন ভূত চতুর্দশীর দিন খাওয়া হয় ১৪ শাক? কী কারণে এই নিয়ম পালন করা হয়?
কেন খাওয়া হয় ১৪ শাক?
অনেকে মনে করেন, এই দিন স্বর্গ এবং নরকের দরজা খুলে যায়। মনে করা হয়, এই দিন ১৪ শাক খেলে পূর্বপুরুষ অর্থাৎ মৃত ব্যক্তির আত্মাকে মুক্তি দেন যমরাজ, তাই ভূত চতুর্দশীর দিন পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দেওয়ার জন্যই মূলত ১৪টি মাটির প্রদীপ জ্বালানো হয় এবং খাওয়া হয় ১৪ শাক।