দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র কয়েক মাস। তারপরই বাংলায় ভোটের (WB Polls 2026) দামামা বেজে যাবে। তবে রাজনৈতিক নেতাদের একে অপরকে আক্রমণ করার 'রীতি' এখন থেকেই শুরু হয়ে গেছে। এই যেমন, তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি (Manoj Tewari) বিজেপির বিরুদ্ধে বদলা নেওয়ার আওয়াজ তুলে দিয়েছেন।
শিবপুরের বিজয়া সম্মিলনী মঞ্চে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি বলেন - ২০২১ সালের ঘটনাগুলির বদলা ২০২৬ সালে নেওয়া হবে।
#REL