দ্য ওয়াল ব্যুরোঃ কলকাতার কালীপুজো মানেই এক অপার আনন্দ, ঐতিহ্য আর ভক্তির মিলনক্ষেত্র। শহরের নানা প্রান্তে মায়ের আরাধনায় মাতোয়ারা ভক্তরা, কিন্তু কিছু মন্দির রয়েছে যাদের ভোগের রীতিই আলাদা পরিচিতি বহন করে। তেমনই দুটি মন্দির—ঠনঠনিয়া কালী মন্দির ও ফিরিঙ্গি কালী মন্দির। দুই কালী, দুই রীতি—কিন্তু ভক্তির গভীরতায় একসঙ্গেই বাঁধা তারা।
#REL