দ্য ওয়াল ব্যুরোঃ কলকাতার উপকণ্ঠে, ব্যস্ত শহরের কোলাহল পেরিয়ে শ্যামনগরের শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছেন এক জাগ্রত দেবী— মুলাজোর কালী মন্দিরের ব্রহ্মময়ী মা Shyamnagar Mulajore Bromhomoyee Kali Mandir। স্থানীয়দের কাছে এই মন্দির শুধু উপাসনাস্থল নয়, এটি এক বিশ্বাসের কেন্দ্র। এখানে মানত করলে তা কখনো অপূর্ণ থাকে না— এমন বিশ্বাস বহুকাল ধরে বয়ে চলেছে ভক্তদের মধ্যে।
#REL