দ্য ওয়াল ব্যুরো: বিহারের (Bihar Election) মহাজোটে অবশেষে মিটল আসন নিয়ে টানাপড়েন। দীর্ঘ আলোচনার পর সূত্রের খবর, লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (RJD) রাজ্যের ১৩৫টি আসনে লড়বে, আর কংগ্রেস লড়বে ৬১টি আসনে। ২৪৩ আসনের এই রাজ্যে বাকি আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্ট ও মুকেশ সহনির বিকাশশীল ইনসান পার্টি (VIP)।
বামফ্রন্টের তিন শরিক সিপিআই(এমএল), সিপিআই ও সিপিএম পাবে মোট ২৯ থেকে ৩১টি আসন, আর ভিআইপি পাবে ১৬টি।