দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো শেষ হতেই উত্তর ২৪ পরগনার বারাসত মেতে উঠেছে কালীপুজোর প্রস্তুতিতে (Barasat Kali Puja 2025)। দুর্গাপুজোয় যেমন বহু মানুষ গ্রাম ও শহরতলি থেকে কলকাতায় আসে। কালীপুজোয় তাঁদের ডেস্টিনেশন হয় বারাসত, যেখানে একের পর এক ক্লাব থিম পুজো (Kali Puja 2025 Theme) নিয়ে হাজির হবে দর্শনার্থীদের সামনে। ২০২৫ সালে বারাসতে কোন কোন প্যান্ডেলগুলি ঘুরে দেখতে পারেন, জেনে নিন এই প্রতিবেদনে।
নবপল্লি অ্যাসোসিয়েশন: এবারে তাদের থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। বাস্তবে এটি এখনও নির্মীয়মাণ মন্দির, যার খরচ ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা।