দ্য ওয়াল ব্যুরো: ট্রাফিক পুলিশের (Traffic Constable) উপর প্রকাশ্যে হামলার অভিযোগে গ্রেফতার এক তৃণমূল কর্মী (Trinamool worker arrested)। ঘটনাস্থল শ্রীরামপুরের (Serampore) ব্যস্ততম এলাকা, বাঙ্গিহাটি।
অভিযোগ, রাস্তায় টোটো আটকে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ ওঠে শাসকদলের স্থানীয় কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে পেশ করে দু’দিনের জেল হেফাজতের নির্দেশও মিলেছে।
#REL