দ্য ওয়াল ব্যুরো: দুই দেশের ক্রিকেটে যতবারই ‘কম্বাইন্ড একাদশ’ (Combined XI) তৈরি হয়, বিরাট কোহলির (Virat Kohli) নামটা প্রায় অবধারিতভাবে উঠে আসে। কেউ তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তোলে না।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) কিন্তু সেই চেনা রীতিতেই লাগালেন ব্রেক! সম্প্রতি এক সম্প্রচার সংস্থা তাঁকে অনুরোধ করেছিল ভারত–অস্ট্রেলিয়ার সর্বকালের যৌথ ওয়ানডে একাদশ (All-Time India–Australia ODI XI) বেছে নিতে। আর সেখানেই চমক। কামিন্সের দলে জায়গা পেলেন না বিরাট, এমনকি রোহিত শর্মাও (Rohit Sharma)!