দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর স্বামীকে নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা উচিত নয়। শুধু তাই নয়, স্বামী-স্ত্রী উভয়েরই উচিত নিজেদের ইগো বা অহংবোধ দূরে সরিয়ে সন্তানের স্বার্থকে প্রাধান্য দেওয়া - বৈবাহিক সম্পর্কে বিরোধের এক মামলার শুনানি চলাকালীন এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
বিচারপতি বিভি নাগারত্ন এবং আর মহাদেবন-এর বেঞ্চের পরামর্শ - দম্পতিকে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মেটাতে হবে। তার পাশাপাশি তাঁরা যেন সন্তানের ভাল থাকাকেও প্রাধান্য দেন।
#REL