দ্য ওয়াল ব্যুরোঃ শিক্ষকদের টেট সমস্যা, প্যারা টিচার ও মাদ্রাসা শিক্ষকদের নানা দাবিদাওয়া ঘিরে বুধবার করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে বিক্ষোভে সামিল হন STEA (School Teachers’ Employees Association)-এর সদস্যরা। সকাল থেকেই শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে করুণাময়ী চত্বর জমজমাট হয়ে ওঠে। পরে সেখান থেকে বিকাশ ভবনের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল রওনা দেয় সংগঠনের কর্মীরা।
#REL