দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো পেরিয়ে কালীপুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা, কিন্তু রাজ্য বিজেপির (West Bengal BJP) ‘নতুন টিম’ এখনও অধরা। দুর্গা পুজোর আগে ‘ফাইনাল’ হওয়ার কথা ছিল রাজ্য কমিটি (State Committee)। কিন্তু দলীয় সূত্রের খবর, ভাইফোঁটার আগে তা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
একের পর এক 'টার্গেট' পেরিয়ে যাচ্ছে নিরুত্তাপভাবে। দলীয় নেতৃত্ব জানাচ্ছেন, কালীপুজোর মধ্যে কমিটি গঠনের সম্ভাবনাও ক্ষীণ।
#REL