অমল সরকার
বিহারে বিধানসভা (Bihar Assembly election 2025) নির্বাচনের প্রথম দফার জন্য প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে দলগুলি। পাশাপাশি নির্বাচনী ইস্তাহার (election manifesto) তৈরি চূড়ান্ত পর্যায়ে আছে। যদিও বিক্ষিপ্তভাবে শাসক ও বিরোধী দুই পক্ষই কিছু আকর্ষণীয় প্রতিশ্রুতি ঘোষণা করেছে। যেমন এনডিএ (NDA) জানিয়েছে তারা মহিলাদের এককালীন ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে যাতে তারা ছোট কোন ব্যবসা বা কারবার চালু করতে পারেন। অন্যদিকে বিরোধী জোটের মুখ তেজস্বী যাদব (tejaswi Yadav) ঘোষণা করেছেন, তারা সরকার গড়তে পারলে বিহারের সব পরিবারের একজনকে সরকারি চাকরি (governmen