দ্য ওয়াল ব্যুরো: একদিকে রামেশ্বরম অন্যদিকে তিরুপতি। অনেকে চাইলেও দক্ষিণ ভারতের এই সবচেয়ে জনপ্রিয় দুটি মন্দিরে একসঙ্গে ঘুরতে পারেন না। সরাসরি যোগাযোগের অভাব, উপযুক্ত ট্রেনের অভাব। এই সব সমস্যার সমাধানে হাজির হয়েছে ভারতীয় রেল। ‘ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন’-এর উদ্যোগে চালু হয়েছে বিশেষ ধর্মীয় পর্যটন প্যাকেজ, ‘রামেশ্বরম-তিরুপতি দক্ষিণ দর্শন যাত্রা’ (Rameswaram-Tirupati Dakshin Darshan Yatra)।
৯ রাত ১০ দিনের এই সফর শুরু হবে ৭ নভেম্বর ২০২৫, শেষ হবে ১৬ নভেম্বর ২০২৫-এ। যেকেউ এই যাত্রায় যোগ দিতে পারেন।
#REL