দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনের কাজ এখনও শুরু হয়নি। এনুমারেশন ফর্ম ছাপা পর্যন্ত হয়নি। অথচ তার আগেই শহর জুড়ে হুমকি, চাপ, ভয়-প্রলোভনের অভিযোগে বিপাকে BLO-রা। নাম তোলার কাজ শুরুর আগেই ভোটার তালিকায় (Voter List) নাম তুলতে বাধ্য করার অভিযোগে একাধিক জায়গায় আতঙ্ক ছড়িয়েছে।
কসবা, খিদিরপুর, গুলশন কলোনির মতো এলাকায় রীতিমতো ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একাংশের দাবি, বন্দুক দেখিয়েও চাপ সৃষ্টি করা হচ্ছে BLO-দের ওপর। এমনকী কেউ কেউ ‘সরাসরি প্রাণনাশের হুমকিও’ পেয়েছেন বলে অভিযোগ।