দ্য ওয়াল ব্যুরো: গাড়ির পার্কিং নিয়ে বচসা, ব্যারাকপুরে পিটিয়ে খুন করা হল যুবক। ঘটনাস্থল ইছাপুরের নবাবগঞ্জ বাজারপাড়া এলাকা।
মৃত যুবকের নাম দিলীপ দাস।নবাবগঞ্জ বাজারপাড়ার বাসিন্দা ছিলেন। এদিন সকালে দিলীপ তাঁর দুই বন্ধুকে নিয়ে কনটাধার এলাকায় কচুরি খেতে যান। রাস্তার উল্টোদিকে একটি বাড়ির সামনে গাড়ি রাখতেই সদস্যরা গাড়ির কাঁচ ভেঙে দেন বলে অভিযোগ।
#REL