দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের (North Bengal) দুর্গত এলাকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সেই উত্তরবঙ্গে দাঁড়িয়েই ছাব্বিশের বিধানসভা ভোটে ভবানীপুরে (Bhabanipur) রাজনৈতিক ঝড় তোলার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ধুপগুড়ির বন্যাপীড়িতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলির ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরেও হারাব। ছাব্বিশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করব অন্তত ২০ হাজার ভোটে।"