দ্য ওয়াল ব্যুরো: এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। অভিযোগ উঠেছিল, তাঁর সেই মন্তব্য আদালত অবমাননার শামিল। সেই অভিযোগ নিয়েই সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছিল ‘আত্মদীপ’ নামে একটি সংস্থা।
কিন্তু সেই মামলা বেশি দূর এগোল না। কারণ, আদালত অবমাননার এমন মামলায় সুপ্রিম কোর্টে শুনানির জন্য কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলের অনুমতি বাধ্যতামূলক। আর সেই অনুমতিই মেলেনি। ফলে মামলা খারিজ হওয়ার আগেই তা নিজেদেরই প্রত্যাহার করে নিতে বাধ্য হল মামলাকারী সংস্থা।
#REL