শুভম সেনগুপ্ত
ভবানীপুর। নামটা উচ্চারণ করলেই যেন শোনা যায় পুরনো কলকাতার (Old Kolkata) গলিখুঁজির ভিতর বয়ে যাওয়া এক ইতিহাসের গন্ধ। কুমোরদের হাতের মাটি, শাঁখারিদের হাতুড়ির টুংটাং, বাবুদের বাজারের কোলাহল, কালীঘাটের ধোঁয়া আর নদীর ঢেউ—এই সব মিলে তৈরি এক শহর-অংশ, যা একইসঙ্গে ঐতিহ্যেরও, আবার রাজনৈতিক শক্তিরও কেন্দ্র। অথচ আজ সেই পল্লিতেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কণ্ঠে অস্বস্তি—“ভবানীপুরটা আউটসাইডারদের দিয়ে ভরে যাচ্ছে। (Bhawanipore)”