দ্য ওয়াল ব্যুরো: রাত তখন গভীর। বাসের ভিতরে ঘুমে ঢুলছেন সবাই। কেউ ফিরছেন শহর থেকে গ্রামে, কেউ যাচ্ছিলেন কাজে। রাস্তায় হঠাৎ এক শব্দ, ধাতব চিৎকারের মতো। তারপর ধোঁয়া, আগুন, আতঙ্ক। এভাবেই ২০১৩ সালের অক্টোবরে হায়দরাবাদগামী এক ভলভো বাসে আগুন ধরে ৪৫ জন মানুষ পুড়ে মারা যান।
অন্ধ্রপ্রদেশের পালেম গ্রামের কাছে ঘটনা এই ঘটনায় বাসটি হাইওয়েতে একটি কালভার্টে ধাক্কা খায়, মুহূর্তের মধ্যেই ফুয়েল ট্যাঙ্ক ফেটে বিস্ফোরণ হয়। কাচের বন্ধ জানলা, দরজা খুলতে পারেনি কেউ। ঘুম থেকে উঠে চিৎকার করতে করতেই শেষ হয়ে যান যাত্রীরা।