দ্য ওয়াল ব্যুরো: পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple Puri) ঐতিহ্য রক্ষায় এবার ‘শ্রীমন্দির’, ‘জগন্নাথ ধাম’, ‘মহাপ্রসাদ’ সহ একাধিক ধর্মীয় শব্দ ও প্রতীকের পেটেন্ট নিতে উদ্যোগী হল শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন (jagannath temple administration)। সোমবার পুরীতে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দির প্রশাসনের প্রধান আধিকারিক অরবিন্দ পাধী (Arvind Padhi)। তাঁর কথায়, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য— জগন্নাথ মন্দিরের পবিত্রতা, সংস্কৃতি ও অনন্য পরিচয়কে আইনি রক্ষাকবচের মধ্যে রাখা।