দ্য ওয়াল ব্যুরো: পরিচালক হিসেবে করণ জোহরের প্রথম ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' মুক্তির ২৭ বছর পূর্ণ হল। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে করণ ছবির সেট থেকে তারকা এবং কলাকুশলীদের নিয়ে একটি নস্টালজিক পোস্ট শেয়ার করেন। তবে সেই পোস্টে সলমন খান-এর কোনও ছবি না দেখে ক্ষোভ উগরে দিয়েছেন ভাইজানের ভক্তরা।
করণ জোহর তাঁর পরিচালনায় অভিষেক হওয়া এই ছবির সেট থেকে শাহরুখ খান, কাজল, রানি মুখোপাধ্যায়, অনুপম খের, রিমা লাগু এবং অর্চনা পূরণ সিং-সহ পর্দার পিছনের ক্রুদেরও ছবি শেয়ার করেন। তিনি নিজের, তাঁর বাবা যশ জোহর এবং কোরিওগ্রাফার ফারাহ খানের ছবিও পোস্টে যুক্ত করেন।
#REL