দ্য ওয়াল ব্যুরো: তাজমহল কি আসলে মন্দির নাকি প্রেমের স্মৃতিসৌধ? দীর্ঘদিনের এই বিতর্কিত তত্ত্বকে এবার সরাসরি পর্দায় নিয়ে আসছেন অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি তাঁর নতুন সিনেমা 'দ্য তাজ স্টোরি'-র ট্রেলার মুক্তি পেয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এর আগে ছবির মোশন পোস্টার প্রকাশ্যে আসার পরই বিতর্ক দানা বেঁধেছিল। পোস্টারে তাজমহলের গম্বুজের নিচ থেকে একটি শিবের মূর্তি উঠে আসতে দেখা গিয়েছিল। নেটপাড়ার একাংশ অভিযোগ করেছিল, পরেশ রাওয়াল নাকি 'হিন্দুত্ববাদীদের তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চাইছেন'।
#REL