দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুর কাণ্ডে (Durgapur Rape Case) ডাক্তারি পড়ুয়া ‘নির্যাতিতা’র সহপাঠী-বন্ধুকে (Victim's Classmate) ঘিরে রহস্য জট আরও ঘনীভূত হচ্ছে। দিনের পর দিন জেরা সত্ত্বেও সন্দেহের ঊর্ধ্বে ওঠেননি তিনি, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী।
এবার সেই সন্দেহই সত্যি প্রমাণ করে হেফাজতের দ্বিতীয় দিন, বৃহস্পতিবার, অভিযুক্ত যুবককে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। সেখানেই চলে দীর্ঘক্ষণ জেরা। একই সঙ্গে চলে ফরেন্সিক দল ও পুলিশের যৌথ তল্লাশি। আর তাতেই উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য।