দ্য ওয়াল ব্যুরো: বাবার শেষযাত্রায় দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় ছেলেটি বলল “আমি গর্বিত আমার বাবাকে নিয়ে। ওঁর সব স্বপ্ন আমি পূরণ করব।”
হরিয়ানার (Haryana) রোহতকে সাইবার সেলে কর্মরত এএসআই (Haryana ASI Death) সন্দীপ কুমার লাঠার (Sandip Kumar Lathar), যিনি মঙ্গলবার আত্মহত্যা করেন বলে অভিযোগ, তাঁর শেষকৃত্যে এমন দৃশ্যই চোখে পড়ল। পাশে কাঁদছে পরিবারের সকলে। সামনে সাংবাদিকরা, আর মাঝখানে এক কিশোরের দৃঢ় প্রতিজ্ঞা, বাবার লড়াই শেষ করা।