দ্য ওয়াল ব্যুরো: সারদা কাণ্ডে (Sarada Scam) বড় স্বস্তি পেলেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার (DGP Rajeev Kumar)। সুপ্রিম কোর্টে (Supreme Court) তাঁর জামিনের বিরুদ্ধে সিবিআই-এর (CBI) আবেদন আপাতত বাতিল করা হয়েছে। ৮ সপ্তাহ পরে মামলা শুনবে শীর্ষ আদালত।
শুক্রবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৮ সপ্তাহ পরে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের আদালত অবমাননার আর্জি শোনা হবে। বিষয়টি নিয়ে রাজীব কুমারের আইনজীবী বলেন, বোঝানোর চেষ্টা হয়েছিল যে রাজীব কুমার, রাজ্য সরকার সব লুটেপুটে খেয়েছে। কিন্তু আসল ব্যাপার কী, তা আদালতের প্রমাণ হয়ে গেছে।
#REL