দ্য ওয়াল ব্যুরো: একসময় বলিউড কাঁপানো অভিনেতা গোবিন্দা দীর্ঘ দিন ধরে বড় পর্দা থেকে দূরে। তবে তাঁর ব্যক্তিগত জীবন ও কাজের ধরন নিয়ে আলোচনা এখনও থামেনি। বিশেষত, সেটে দেরিতে আসার জন্য তাঁর নামে যে 'বদনাম' ছিল, সেই বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন এই কমেডি কিং।
টুইঙ্কল খান্না এবং কাজলের শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল'-এর সাম্প্রতিক একটি পর্বে গোবিন্দা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিরক্তি প্রকাশ করেন।
#REL