দ্য ওয়াল ব্যুরো: উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের (CP Radhakrishnan) মাইলাপোরের (চেন্নাই) বাড়িতে (Chennai house) বোমা রয়েছে, এমন এক ইমেল (fake smail) আসে বৃহস্পতিবার সন্ধ্যায়। নিরাপত্তার প্রশ্ন ওঠায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা সিল করে। শুরু হয় তদন্ত।
তবে, জানা গিয়েছে কোনও বিস্ফোরক সেখানে পাওয়া যায়নি। তদন্তকারীরা নিশ্চিত করেন, হুমকিটি সম্পূর্ণ ভুয়ো এবং আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই ওই ইমেল পাঠানো হয়েছিল (bomb hoax mail)।
#REL