দ্য ওয়াল ব্যুরো: স্বামী জাহির ইকবাল-এর সঙ্গে বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা-কে বারবার অন্তঃসত্ত্বা হওয়ার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি রমেশ তৌরানির তারকাখচিত দিওয়ালি পার্টিতে ঢিলেঢালা পোশাকে হাজির হয়ে তিনি ফের সেই জল্পনা উসকে দেন। কিন্তু এবার রসিকতাচ্ছলে নিজেই সেই গুঞ্জন উড়িয়ে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছেন 'দাবাং' অভিনেত্রী।
বুধবার রাতে রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে ঢিলেঢালা আনারকলি পোশাকে হাজির হন জাহির ও সোনাক্ষী। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের প্রবেশপথে সোনাক্ষী এগিয়ে যেতেই পিছন থেকে জাহির বলে ওঠেন, "দেখো, সামলে..."