দ্য ওয়াল ব্যুরো: স্কুটারে চেপে এসে প্রথমে দাঁড় করালেন লোকটিকে, তারপর একের পর এক থাপ্পড় (woman confronts moleste)। টিটকারি বা অশ্লীল মন্তব্য করে অপমান করলে হেনস্তাকারীকে কোনওভাবেই ছেড়ে দেওয়া হবে না, বরং প্রতিবাদ করতে হবে - বুঝিয়ে দিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক মহিলা।
বৃহস্পতিবার ফতেহপুরের জয়ন্তী মার্কেট এলাকার ওই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাজারের মাঝখানে হেনস্তাকারীকে দাঁড় করিয়ে অপমানের যোগ্য জবাব দিয়েছেন মহিলা। অভিযোগ, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন।
#REL