দ্য ওয়াল ব্যুরো: ভূত আমার পুত, পেত্নী আমার ঝি, রাম-লক্ষ্মণ সাথে আছে, করবে আমার কী - এই মন্ত্রটা মুখস্থ রাখুন। কারণ, যদি কখনও এই রেস্তরাঁয় (Resturant) যান, হয়তো দরকার পড়বে।
শুনে অবাক লাগতে পারে। রেস্তরাঁয় খেতে গিয়ে ভূত (Ghost) তাড়ানোর মন্ত্র জপতে হবে কেন? কিন্তু যদি বলা হয়, এই রেস্তরাঁয় আপনি আসলে ভূতেদের সঙ্গেই খাবার খান? চায়ের কাপের ধোঁয়ার মধ্যে মিশে থাকে মৃত্যুর গন্ধ, মাখন-পাঁউরুটির ঘ্রাণের সঙ্গে ঘুরে বেড়ায় আত্মারা!