দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর আলোয় ঝলমল মঞ্চ, আর তার মাঝেই রাজনীতির তীক্ষ্ণ ইঙ্গিত ও ব্যক্তিগত স্মৃতিচারণ, শুক্রবার জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতির উদ্বোধনে মঞ্চে উঠে একের পর এক প্রসঙ্গ ছুঁয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগে রাজ্য প্রশাসনের কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, “বিরোধীরা সাহায্য তো দূরে থাক, কুৎসা করতে ব্যস্ত।” প্রশাসনের কর্মী, পুলিশ, দমকল— যাঁরা প্রাণপাত করে উদ্ধারকাজ করেছেন, তাঁদের ভূয়সী প্রশংসা করেন মমতা। মঞ্চ থেকেই কয়েকজন সরকারি কর্মীকে পুরস্কৃতও করেন তিনি।