শ্যামশ্রী দাশগুপ্ত
তখন ব্রিটিশদের পদানত ভারত। মুক্তির জন্য একদল দামাল ছেলের লড়াই জারি। সেই সময়ে রীতিমতো ত্রাস ছিলেন দুই সহচর রঘু ডাকাত ও বিধু ডাকাত। ইংরেজদের ধামাধরা জমিদার-জোতদারদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন। ডাকাতি করতেন, তারপর লুঠ করে আনা ধনসম্পদ বিলিয়ে দিতেন দুঃস্থদের। ইংরেজদের সঙ্গে লড়াই করে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার স্বপ্ন দেখতেন যাঁরা, সেই সংগ্রামীদের পাশে দাঁড়িয়ে অকাতরে অর্থ সাহায্য করতেন, সাহায্য করতেন অস্ত্র দিয়ে।