দ্য ওয়াল ব্যুরো: রাত তখন ঘনিয়ে এসেছে। বাতাসে ধূপের গন্ধ, দূরে কোথাও শোনা যাচ্ছে শাঁখের শব্দ। কিন্তু মাটিতে যেন অজানা এক ছায়া! কারণ এ রাত ভূত চতুর্দশীর (Bhoot Chaturdashi)— যে রাতটিকে ঘিরে আছে রহস্য, ভয় আর একটুকরো বিশ্বাসের গল্প।
বাঙালির ঘরে ঘরে এই রাতে জ্বলে ওঠে চোদ্দ প্রদীপ। জানেন কেন? কেউ বলেন, এই আলো নাকি ভূত তাড়ায়। আবার কেউ বলেন, এই আলোর দিশাতেই নাকি ফিরে আসেন ‘তেঁনারা’—আমাদের প্রিয় পূর্বপুরুষরা, যাঁরা একদিন এই ঘরেরই অংশ ছিলেন।
#REL