দ্য ওয়াল ব্যুরো: কালীপুজো–দীপাবলির (Kali Puja) উৎসবের আগেই শব্দদানব ঠেকাতে কলকাতা পুলিশের (Kolkata Police) তৎপরতা। শনিবার ধর্মতলায় (Dharamtala ) বিশেষ অভিযান চালিয়ে গুন্ডা দমন শাখা (পুলিশের বিশেষ টিম) প্রচুর নিষিদ্ধ বাজি আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের সাহায্যে সকাল থেকেই অভিযান শুরু হয়। তল্লাশিতে পাওয়া গেছে বিভিন্ন ধরনের বাজি—শেল, চকলেট বোমা সহ অন্যান্য নিষিদ্ধ বাজি। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে বলে খবর।
#REL