দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের (Karnataka) চামরাজনগর জেলায় বেতন না পেয়ে আত্মহত্যা (Suicide) করলেন এক সরকারী কর্মী (Govt Employee)। অভিযোগ, গত ২৭ মাস ধরে কোনও বেতন পাননি তিনি। মানসিক হয়রানিতেও জর্জরিত ছিলেন। ঘটনাস্থল হোঙ্গানুরু গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেই।
মৃত ব্যক্তির নাম চিকুসা নায়কা। আত্মহত্যার আগে তিনি একটি চিঠি রেখে গিয়েছেন, যেখানে স্পষ্টভাবে লিখেছেন, ২০১৬ সাল থেকে জলবাহকের কাজ করলেও প্রায় আড়াই বছর ধরে তাঁর বেতন বন্ধ। একাধিকবার আবেদন করা সত্ত্বেও পঞ্চায়েত দফতরের আধিকারিকরা কোনও ব্যবস্থা নেননি।