দ্য ওয়াল ব্যুরো: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের পর গত পরশু সৌদি আরবের এক অনুষ্ঠানে ফের এক ফ্রেমে ধরা দিয়েছিলেন বলিউডের তিন সুপারস্টার— শাহরুখ খান, সলমন খান এবং আমির খান। এই মুহূর্তে অনুরাগীরা আনন্দিত হলেও, মঞ্চে ঘটা একটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সেই অনুষ্ঠানে শাহরুখের উপর খানিকটা বিরক্ত হয়েছেন আমির খান!
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের আয়োজকরা তিন খানকে দিয়ে একটি পারফরম্যান্স করানোর পরিকল্পনা করেন। তাঁদের প্রস্তাব ছিল, শাহরুখ গান গাইবেন এবং তাঁর গানের তালে কোমর দোলাবেন আমির ও সলমন।
#REL